বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড়ে আগুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড়ে আগুন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের  (কুবি) কেন্দ্রীয় জামে মসজিদ, প্রধান খেলার মাঠ এবং স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা গেলেও ধারণা করা হচ্ছে সিগারেটের জ্বলন্ত উচ্ছিষ্ট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। শনিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কুবির প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বেলা ১২টার দিকে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন পাহাড়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাতাসের মাধ্যমে আশেপাশের পাহাড়েও আগুন ছড়িয়ে পড়ে। এরপর সহকারী প্রক্টর অমিত দত্ত ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি ফায়ার সার্ভিস তদন্ত করছে। কুমিল্লা সদর দক্ষিণ থানার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ ঢাকা পোস্টকে বলেন, শুষ্ক মৌসুমে সামান্য স্পার্ক পেলেই আগুন লেগে যায়। এখানে কোনো পানির সরবরাহ ছিল না। না হলে আরও আগেই আগুন নিয়ন্ত্রণ করা যেত। এই শুষ্ক মৌসুমে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন