বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

তথ্য প্রযুক্তির নির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি

তথ্য প্রযুক্তির নির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে  -হুইপ ইকবালুর রহিম এমপি
মোঃ আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন তথ্য প্রযুক্তির নির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সরকার আজকের শিক্ষার্থীদের আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। ফলে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার মানুষ পরিণত হবে নতুন প্রজন্ম। বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যাগী করে গড়ে তুলতে হবে। বিশ্বায়নের  যুগে ঠিকে থাকতে হলে জ্ঞান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষার কোন বিকল্প নাই।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন গ্রাম হবে শহর শহরে যেসকল সুযোগ সুবিধা রয়েছে সে সকল সুুযোগ সুবিধা গ্রামও পাওয়া যাব। আজকে প্রত্যকটি গ্রামের বাড়ী গুলোতে  শতভাগ বিদ্যুতর আলোয় আলোকিত হয়েছে। সেই আলোকিত বাড়ী থেকেই আলোকিত মানুষ তৈরি করতে শেখ হাসিনা নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন।
২১ এপ্রিল রোববার দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের সুবড়া গ্রামে হলিল্যান্ড কলেজের ষষ্ঠ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
হলিল্যান্ড কলেজের ম্যানজিং কমিটির সভাপতি আব্দুর রউফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী,হিদু, বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক রতন সিং, হলিল্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উল্ল্যাহ, ম্যানজিং কমিটির সহ-সভাপতি সায়েম আহমদ মিঠু, পরিচালক সৈয়দ সাগির আহমেদ, ব্যবস্হাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, শিক্ষা পরিচালক নজরুল ইসলাম মুকুল। সঞ্চালন করেন সহকারী অধ্যাপক পাভেল রায়হান।
এরপর হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সদর দপ্তর ক্যাম্পাসের অভ্যন্তরীন নবনির্মিত আরসিসি রাস্তার উদ্বোধন করেন। পৃথক পৃথক অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, ১ নং চেহলগাজী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জর্জিস সোহেল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কাসেম আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান মাকছেদ আলী রানা, অভিজিৎ বসাক প্রমুখ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন