শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

মৌলভীবাজারে ভোক্তা আইনে ৩ প্রতিষ্টানকে জরিমানা

মৌলভীবাজারে ভোক্তা আইনে ৩ প্রতিষ্টানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় মৌলভীবাজার শহরের কুসুমবাগ, সিলেট রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফলের দোকান, প্রসাধনীর দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ প্রসাধণী পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও তৈরি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুসুমবাগে অবস্থিত আজিজ ডিপাটমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা, মাশাআল্লাহ স্টোরকে ২ হাজার টাকার, সুমা ফুডকে ৫ হাজার টাকা সহ ৩টি প্রতিষ্টানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন