দীর্ঘমেয়াদী ও সর্বোচ্চ করদাতা ১৪১ ব্যবসায়ীকে পুরস্কৃত করবে এনবিআর

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: প্রতিবছরের ন্যায় এবারও দীর্ঘমেয়াদী ও সর্বোচ্চ করদাতা ১৪১ ব্যবসায়ীকে পুরস্কাকৃত করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের পাঠানাে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
সোমবার বিকেলে সাড়ে ৫টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আনুষ্ঠানিক ভাবে করদাতা ১৪১ ব্যবসায়ীকে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যবসায়ীদের পুরস্কার তুলে দিবেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।সূত্র: পূর্বপশ্চিম