শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পাঁচবিবি কৃষকের কচু লতির মাঠে দিবস অনুষ্ঠানে কৃষি মহাপরিচালক

পাঁচবিবি কৃষকের কচু লতির মাঠে দিবস অনুষ্ঠানে কৃষি মহাপরিচালক

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: “কন্দাল ফসল গবেষণা কেন্দ্র গাজীপুর ও মসলা গবেষণা কেন্দ্র বগুড়া” বিএআরআই এর আয়োজনে জয়পুরহাটের পাঁচবিবিতে “বারি উদ্ভাবিত কচুর লতি ফসলের জাত বিস্তার” শীর্ষক মাঠ দিবস হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পাটাবুকা গ্রামের কৃষকদের জমিতে ফলানো কন্দাল ও লতিরাজ পরিদর্শন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

পরে উঠান বৈঠকে সভায় বক্তব্য রাখেন, কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. সোহেলা আক্তার, পরিকল্পনা ও মূল্যায়ন উইং পরিচালক ড. দিলোয়ার আহমদ চৌধুরী, জেলা আ,লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ন-সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মন্ডল ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব।

প্রধান অতিথি বাদল চন্দ্র বলেন, কচুলতি জিন পুল সমৃদ্ধ, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাত বিস্তারের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদার করণে কৃষকদের আরো উৎসাহ যোগাতে হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন