শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

উলিপুরে শেষ হলো কৃষি মেলা

উলিপুরে শেষ হলো কৃষি মেলা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে তিনদিন ব্যাপী কৃষি মেলা শেষ হয়েছে। রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ প্রকল্প আওতায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে সমাপনী দিনে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত ও বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প সমন্বয়কারী পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুস ছালাম। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ, উপজেলা কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার প্রমুখ।
উল্লেখ্য, মেলায় ১০০ শিক্ষার্থীকে দুটি করে গাছের চারা বিতরণ ও ১৫টি স্টলের স্বত্বাধিকারীর মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।##
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন