বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

নড়াইলে ‘মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবি

নড়াইলে ‘মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবি

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি: নড়াইলে ‘মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয়’ স্থাপনের দাবি উঠেছে। এ লক্ষ্যে রোববার (১৯ মার্চ) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস মিলনায়তনে ‘বিশ্ববিদ্যলয় স্থাপনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহানারা বেগম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ খান শাহাবুদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব খাজা মিয়া বলেন, মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয় স্থাপনে ইতোমধ্যে ভারত-বাংলাদেশের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নড়াইলে মুজিব-ইন্দিরা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের শিক্ষা খাত আরো একধাপ এগিয়ে যাবে। শিক্ষাসহ আর্থ-সামাজিক ভাবে নড়াইল উন্নত হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন