শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ঝিনাইগাতীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : “সবাই মিলে করি কাজ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ, প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫জুন সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলা চত্তর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া, উপজেলা আ’লীগের সাধারণ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ.কে.এম ফয়জুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান,
উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারি কর্মকর্তা শাহরিয়ার পারভেজ,
উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ.কে.এম ছামেদুল হক, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম,
উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, সাংবাদিক গোলাম রব্বানী টিটু, জিয়াউল হক প্রমুখ।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্লাস্টিক দূষণ বন্ধ করতে বিভিন্ন উপায় নিয়ে গুরুত্বারুপ করে বক্তব্য রাখেন।

র‍্যালী ও আলোচনা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন