শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এই কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে।’

 

রোববার টাঙ্গাইল সদর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী প্রথম পর্যায়ে আমরা ১২৬টি স্টেডিয়াম করেছিলাম। এখন দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রকল্প হাতে নিয়েছি। ঢাকার আশপাশের জেলাগুলোতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা হাতে নেয়া হবে শিগগিরই।’

 

এসময় অন্যদের উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন