শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

আটোয়ারীতে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটোয়ারীতে কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের আটোয়ারী কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৫ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানমালা অনুযায়ী ৫৩টি ইভেন্টে শিশু শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের তৃতীয় দিন শনিবার সকাল থেকে আংশিক খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নাজিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। তবেই আমাদের তরুনরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জন করতে পারবে। আর তখনই তারা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জনে সক্ষম হবে। পরে তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আঃ মান্নান, দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ নুরল হকসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন