বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

কুড়িগ্রামে ধান চাল সংগ্রহ অভিযান শুরু

কুড়িগ্রামে ধান চাল সংগ্রহ অভিযান শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি :
দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে সরকারি ভাবে ধান, চাল, গম সংগ্রহ অভিযানের
শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকাল ১১ টায় উদ্বোধন করেন সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান। এ সময় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: নাজমুল হক, কুড়িগ্রাম সদরের
ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি(সদর) গোলাম
মোস্তফা, কুড়িগ্রাম সদর উপজেলার প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা ফিজানুর
রহমান, মিল মালিক সমিতির সভাপতি আব্দুল হাই রন্জু, সাধারণ সম্পাদক গোলাম
মোস্তফা প্রমুখ।
এ বছর চলতি বোরো মৌসুমে সদর উপজেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ
করা হয়েছে ১১শ ৬২ মেট্রিকটন এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা
হয়েছে ২ হাজার ৮১২ মেট্রিকটন। প্রতিকেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩০
টাকা ও প্রতিকেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা। বোরো ধান
সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্ধারণ করা হচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন