শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

হিলিতে ধান সংগ্রহে কৃষকের মধ্য লটারি

হিলিতে ধান সংগ্রহে কৃষকের মধ্য লটারি

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে হিলিতে বোরো ধান সংগ্রহের লে ১২৩৩ জন কৃষকের মধ্য উন্মুক্ত লটারির মাধ্যমে ৩২২ কৃষক নির্বাচন করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। উপজেলার ১২৩৩ জন কৃষকের মধ্য লটারি হলে হাকিমপুর পৌরসভার ৫১ জন, ১নং খট্টামাধবপাড়া ইউপি ৪২ জন, ২নং বোয়ালদাড় ইউপির ৯২জন ও ৩ং আলীহাট ইউপির ১৩৭ জনসহ ৩২২জন কৃষক বাছাই করা হয়। একজন কৃষক সর্বোচ্চ ২ টন করে মোট ৬৪৪ মে.টন ধান দিতে পারবেন। প্রতি কেজি ধান ৩০ টাকা দর নির্ধারণ করা হয়েছে।
হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত) মঈন উদ্দিন, হিলি এলএসডি খাদ্যগুদাম কর্মকর্তা জোসেফ হাঁসদা,ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন