শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

উলিপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান 

উলিপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান 
উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কর্মচারীরা রাজস্ব খাতে বেতন ভাতা প্রাপ্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন !
 ১০ মে বুধবার সকাল ১১ টায় উলিপুর উপজেলা পরিষদের সম্মুখে উপজেলায় কর্মরত প্রায় দুইশত শিক্ষক কর্মচারী এক মানব বন্ধনে মিলিত হয় l
এ সময় বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, উলিপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব l
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ এবং জননন্দিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে নিয়োজিত মসজিদের ইমামগণ, শিক্ষিত বেকার, যুব সমাজ এবং শিক্ষিত মহিলাগন আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পাঠদান করে শিক্ষার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছে l
এ প্রকল্পের মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পূর্ণকারী শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  শতভাগ ভর্তি,সাক্ষরতার হার বৃদ্ধি, সহিভাবে পবিত্র কুরআন শিক্ষা, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস এবং  জঙ্গিবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে l
প্রকল্পের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের বৃহৎ এ প্রকল্পটি জাতীয় স্বার্থে রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য জোর দাবি জানানো হয় l
মানববন্ধন শেষে উলিপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন l
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন