শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পীরগঞ্জের ওসি জাকিরের প্রত্যাহারাদেশ কার্যকরের দাবীতে দাবীতে মানববন্ধন

পীরগঞ্জের ওসি জাকিরের প্রত্যাহারাদেশ কার্যকরের দাবীতে দাবীতে মানববন্ধন
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে ঘুষ বাণিজ্যের অভিযোগে প্রত্যাহারকৃত পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেনের ঘুষ বাণিজ্য,ষড়যন্ত্রমূলক মামলা দায়ের পূর্বক হয়রানীসহ নানা দূর্নীতির প্রতিবাদ এবং দ্রুত অপসারণের দাবীতে মানববন্ধন করেছে ওসি জাকির কর্তৃক হয়রানীর শিকার অসহায় মানুষের পক্ষে পীরগঞ্জের জনগণের ব্যানারে একটি মহল।
পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে ৬ মে শনিবার সকাল ১১টায় এ মানববন্ধন পালন করা হয়। ব্যানার ও ফেস্টুন হাতে প্রায় ৫ শতাধিক মানুষ এতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, পীরগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি এবং মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন এমপি’র নির্বাচনী এলাকা। এই গুরুত্বপূর্ণ এলাকার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ৫(পাঁচ)লাখ মানুষের অন্যতম আস্থার স্থান পীরগঞ্জ থানা। সম্প্রতি এই থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকেই জাকির হোসেন অবাধে শুরু করেন ঘুষ বাণিজ্য। সেই সাথে তিনি মোটা অংকের অর্থের বিনিময়ে মামলা রেকর্ড,বাদী বিবাদী উভয় পক্ষের নিকট থেকে টাকা নিয়ে সামাজিক দ্বন্দ্ব জিইয়ে রেখে অনৈতিক ঘুষ বাণিজ্যে মাধ্যমে অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্ম চালিয়ে আসছেন। সম্প্রতি এ রকম একটি ঘুষ বাণিজ্যের অভিযোগে গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখে রংপুর পুলিশ সুপার প্রাথমিক সত্যতার ভিত্তিতে তাকে পীরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে। ওই প্রত্যাহার আদেশ পাওয়ার পরেও রহস্যজনকভাবে ওসি জাকির হোসেন স্বপদে বহলা থেকে প্রতিশোধ পরায়ন হয়ে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি মামলা দায়ের সহ নানা ভাবে অসহায় মানুষকে হয়রানী করছে। এমতাবস্থায় এই ওসি জাকির হোসেন পীরগঞ্জে থাকলে আরও অনেকে হয়রানীর শিকার হবার আশংকা করছে। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে ঘুষখোর ওসি জাকির হোসেনর অপসারণ চাই করতে হবে,বিশেষ তদন্ত সাপেক্ষে দূর্নীতিবাজ ওসি জাকির হোসেন দৃষ্টান্তমূলক শাস্তি চাই দিতে হবে,ওসির জাকির হোসেনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবার কে ক্ষতিপূরণ দিতে হবে, ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি মামলা প্রত্যাহার করো করতে হবে,দালাল মুক্ত পীরগঞ্জ থানা চাই এই দাবীগুলোর সাথে একমত পোষণপূর্বক পীরগঞ্জ থেকে ওসি জাকির হোসেনের দ্রুত অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দূর্বর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায়। এতে ভুক্তভোগিদের মধ্যে বক্তব্য রাখেন-সুলতান মাহমুদ,ওয়ালিউর রহমান রুপম,আলতাব হোসেন,রিপন মেম্বর,উজ্জল,বীর মুক্তিযোদ্ধা মোখলেছার রমান, দেলওয়ার হোসেন,পুলিন চন্দ্র ও আল-আমিন প্রমুখ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন