শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

রাজারহাটে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাজারহাটে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা। মঙ্গলবার ২৩ এপ্রিল বিকেল ৩ঃ০০ঘটিকায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই ১২জন প্রার্থী বৈধতা পেয়েছে। এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রংপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান,অবসরপ্রাপ্ত জেলা রেজিষ্টার আবুতালেব সরকার, এটিএম ফিরোজ মন্ডল। ভাইস চেয়ারম্যান পদে আশিকুর মন্ডল সাবু,উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ওয়াহেদ আলী সরকার, চাকিরপশার ইউনিয়ন যুবলীগের সভাপতি অজয় কুমার সরকার, রাজারহাট সদর বণিক সমিতির সহ-সভাপতি নাজমুল হুদা নাজু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোরাইশি লায়লা ফেরদৌসি,রতনা বেগম, ফারজানা আক্তার, মাধবি রানী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার কুড়িগ্রাম জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। উল্লেখ্য, নির্বাচন তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র বাছাই আজ মঙ্গলবার ছিল শেষ দিন। আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন