বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

রাজনগরে পুলিশের পৃথক অভিযানে আটক ৪

রাজনগরে পুলিশের পৃথক অভিযানে আটক ৪

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের একরাতে পৃথক চারটি অভিযানে ৪ জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (২ মে) রাতে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশের পৃথক ৪টি টিমের অভিযানে ৪জন পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছেন।
রাজনগর থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টা ৩০মিনিটের সময় পুলিশ পরিদর্শক হুমায়ূন কবীর এর নেতৃত্বে এসআই সুলেমান আহমদ, এসআই সওকত মাসুদ ভুইয়া অভিযান চালিয়ে রাজনগর উপজেলার ভবানিপুর থেকে প্রনয় মালাকারকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত প্রনয় মালাকার উপজেলার ভবানিপুরের বাটু মালাকারের ছেলে। সে জিআর-৮৯/২০১৩ এর পরোয়ানাভুক্ত আসামি। একি রাতে আরেক অভিযানে রাত দুইটার দিকে এএসআই ফারুক হোসেন সহ পুলিশের একটি টিম উপজেলার কদমহাটা থেকে জিআর-৮৩/২ এর পরোয়ানাভুক্ত আসামি সিতার মিয়াকে গ্রেপ্তার করেন। সিতার মিয়া কদমহাটার মোতালিব মিয়ার ছেলে। অন্য এক অভিযানে রাত ১টা ৪০মিনিটের সময় এএসআই চিত্তরঞ্জন বিশ্বাস, এএসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে উপজেলার তেলিজুরী থেকে সিআর-৩২৭/২২ এর পরোয়ানাভুক্ত আসামি মনা মিয়াকে গ্রেপ্তার করেন। মনা মিয়া উপজেলার তেলিজুরীর আব্বাছ মিয়ার ছেলে। অন্য আরেকটি অভিযানে রাত ৩টা ১৫মিনিটের সময় এএসআই মো: সুমন মিয়াসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার হরিহরপুর থেকে সিআর-৬১/২৩ এর পরোয়ানাভুক্ত আসামি অনুকুল করকে গ্রেপ্তার করেন। অনুকুল কর উপজেলার হরিহরপুরের পুতুল কর এর ছেলে। অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, রাজনগর থানার ৪টি টিমের পৃথক অভিযানে আটককৃত পরোয়ানাভুক্ত ৪ আসামিকে সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন