শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

সুশৃংখল জীবনের মধ্য দিয়ে যেকোন লক্ষে পৌঁছানো সম্ভব

সুশৃংখল জীবনের মধ্য দিয়ে যেকোন লক্ষে পৌঁছানো সম্ভব
দিনাজপুর প্রতিনিধি  অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন সুশৃংখল জীবনের মধ্য দিয়ে যেকোন লক্ষে পৌঁছানো সম্ভব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরির অন্যতম মাধ্যম স্কাউটিং। শিশু-কিশোর ও যুবকদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পাশাপাশি স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে সৎ চরিত্রবান ও আদর্শ নাগরিক হতে হবে। খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউট কাপ হলিডে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ স্কাউটস খানসামা উপজেলার আয়োজনে স্বাধীনতার গৌরব উজ্জ্বল ৫৩ বছর পূর্তি উপলক্ষে খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৫৩টি সরকারি বিদ্যালয়ের অংশগ্রহণে প্রায় ৫০০ জন স্কাউটের অংশগ্রহণে স্কাউট কাপ হলিডে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে  খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, স্কাউট দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আব্দুর রশিদ, আঞ্চলিক সম্পাদক আবু সাঈদ, জেলা স্কাউটস কমিশনার মাতলুবুর মামুন, সহকারি পরিচালক সৈকত হোসেন, জাতীয় নির্বাহী সদস্য লোকমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক চৌধুরী, হাকিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন