শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

২৪ ঘন্টার অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ অর্থদণ্ড

২৪ ঘন্টার অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ অর্থদণ্ড
গাইবান্ধাঃ  জেলার  গত ২৪ ঘন্টার অভিযানে তিনটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ আরও আটটিতে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।  বিভিন্ন স্থানের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে  ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। সোমবার (৪ মার্চ) গাইবান্ধা শহরে অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান।এ সময় সিএফএইচ হেলথ কেয়ার সেন্টার, ক্রিসেন্ট মেডিকেল স্টোর ও মোমেনা নজরুল ফিজিওথেরাপি সেন্টার সিলগালা করা হয়। একইসঙ্গে নিউ কলি ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা, মোমেনা নজরুল ফিজিওথেরাপি সেন্টারকে দু’হাজার টাকা ও হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে বিকেলের দিকে গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন শফিক। এ সময় গোবিন্দগঞ্জে সিটি জেনারেল হাসপাতাল ও সুরাইয়া ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে রোববার (৩ মার্চ) জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. সোহেল মাহমুদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া অভিযান চালান। ওই সময় গাইবান্ধা ক্লিনিককে চার হাজার, নিউ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে তিন হাজার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে চার হাজার এবং নিউ সানিলা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। গাইবান্ধা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সোহেল মাহামুদ বলেন, এসব ডায়াগনস্টিক সেন্টারে বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন সমস্যার কারণে সিলগালা ও অর্থদণ্ড করা হয়েছে। স্মার্ট স্বাস্থ্যসেবা গড়ার লক্ষ্যে অবৈধ ক্লিনিক, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন