বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

চট্টগ্রামে বইমেলায় সাড়ে ৪ কোটি টাকার বই বিক্রি

চট্টগ্রামে বইমেলায় সাড়ে ৪ কোটি টাকার বই বিক্রি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সিআরবির শিরীষতলায় চট্টগ্রাম সিটি কর্পোরেন আয়োজিত ২৩ দিনব্যাপী অমর একুশের বইমেলা শেষ হয়েছে। গত শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে মেলা শেষ হলেও বই বিকিকিনি আরও একদিন বেশি চলে। এবার মেলায় মোট সাড়ে ৪ কোটি টাকার বই বিক্রি হয়। বইমেলা কমিটির আহ্বায়ক নিছার উদ্দিন আহমেদ মঞ্জু জানান, এবার ২৩ দিনের বইমেলা অত্যন্ত গুছানো ছিল। মেলায় প্রতিদিন মানুষের ভিড় অন্য যেকোনো বছরের তুলনায় বেশি হয়েছে। মোট সাড়ে ৪ কোটি টাকার বই বিক্রি হয়। তিনি বলেন, সিআরবি শিরীষতলায় এবারের আয়োজন হওয়ায় প্রকৃতি ও বই মানুষকে বেশি আকর্ষণ করেছে। ধুলোবালি ছিল না। কেউ কেউ নিরাপত্তার শঙ্কা করলেও প্রথম থেকে শেষ দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। একটি বইও কোনো স্টল থেকে চুরি যায়নি। প্রতিদিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বেশ মানসম্মত ছিল। বৃষ্টির উৎপাতও ছিল না। ঢাকা থেকে আগত প্রকাশকরা নিরাপদে আজ ফিরে যাচ্ছেন। সব দিক থেকে মেলা অত্যন্ত চমৎকারভাবে শেষ হয়েছে। এবার সেরা স্টল হিসেবে অক্ষরবৃত্ত প্রকাশনী প্রথম, বাতিঘর প্রকাশনী দ্বিতীয়, প্রথমা ও বিদ্যানন্দ যৌথভাবে তৃতীয় পুরস্কার অর্জন করেছে। চট্টগ্রাম প্রেসক্লাবের স্টলকে বিশেষ পুরস্কার দেয়া হয়। সিরীষতলা ব্যবহারের অনুমতি দিয়ে মেলার আয়োজনকে স্বার্থক করায় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও পুরো মেলা প্রাঙ্গণজুড়ে নিরাপত্তা নিশ্চিত করায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে কৃতজ্ঞতা স্মারক উপহার দেয়া হয়।উল্লেখ্য, গতকাল সমাপনী সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথি সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী আগামী বছর থেকে আন্তর্জাতিক মানের বইমেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং সৃজনশীল প্রকাশক পরিষদের সহযোগিতায় গত ৯ ফেব্রুয়ারি থেকে অমর একুশের বইমেলা শুরু হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন