শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

চিলমারীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ 

চিলমারীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ 
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি হাতে নিয়েছেন ছাত্রলীগ।  বৃহস্পতিবার সকাল  ১১টায় উপজেলার রমনা মডেল ইউনিয়নের ভট্টপাড়া এলাকার কৃষক মানিক মিয়ার ১০ শতাশং জমির ধান কেটে দেন তারা।
চিলমারী উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জহরুল হকের নেতৃত্বে ধান কাটা কর্মসূচি সকাল থেকে ১৫ জনের সহযোগিতায় এ ধান কাটা শুরু হয়। এতে অংশ নেন ছাত্রলীগ কর্মী  ফিরোজ, শাহালম, ইমদাদুল, আকরাম ইসলাম প্রমুখ।
এসময় কৃষক মানিক বলেন, ঝড়বৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জমির ধানগুলো কেটে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি।
ছাত্রলীগ নেতা জহরুল হক বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চিলমারীর  প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘুরে তুলে দেওয়া হচ্ছে। আমরা রমনার ভট্টপাড়ার কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। চাহিদা অনুযায়ী কৃষকদের সকল সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন