বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

জামালপুরে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

জামালপুরে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : জামালপুরে কলেজ ছাত্র লিটন(২০) হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো: এহসানুল হকের জনাকীর্ণ আদালতে এই দন্ডাদেশ প্রদান করেন। লিটন সদর উপজেলার রামদেববাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে। সে তুলশীপুর ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থ এবং স্থানীয় একটি সমিতি পরিচালনা করতেন। দন্ডিতরা হলো একই এলাকার মিজান (২০), সোহেল (২৫), সুমন (২৬), লাভলু (২০), হেলাল (৩৫), মিজান (২১) ও মজিবুর রহমান (৪৫)। এদের মধ্যে মজিবর রহমান পলাতক রয়েছে।জানা গেছে, গত ২০১৬ সালের ১৪ জানুয়ারি গোপীনাথপুর গ্রামের পতিত জমি থেকে কলেজ ছাত্র লিটনের শরীরের বিভিন্ন অংশে কাটা ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আব্দুস সামাদ বাদি হয়ে জামালপুর সদর থানায় অজ্ঞাত আসামী করে জামালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে লোমহর্ষক হত্যাকান্ডের ঘটনা। স্থানীয় একটি সমিতির মাধ্যমে আর্থিক লেনদেনে মনোমালিন্যের ঘটনাকে কেন্দ্র করে হত্যা করা হয়। বিজ্ঞ আদালতে দীর্ঘ শুনানীর পর সন্দেহাতীতভাবে দোষি প্রমানিত হয়। ৭ জন আসামীর মধ্যে ৬ জনের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করা হয়। রায়ে যাবজ্জীবন দন্ডাদেশ প্রাপ্তদের প্রত্যেকের ২০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি নির্মল কান্তি ভদ্র ও অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম। আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও জামিল হোসেন তাপস।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন