মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

সুন্দরগঞ্জে সাইনবোর্ড টাঙ্গিয়ে চিকিৎসা, ভুয়া ডাক্তারের অর্থদণ্ড

সুন্দরগঞ্জে সাইনবোর্ড টাঙ্গিয়ে চিকিৎসা, ভুয়া ডাক্তারের অর্থদণ্ড
গাইবান্ধাঃ জেলার সুন্দরগঞ্জে  এক ভুয়া চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডিত  উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খা গ্রামের মৃত কফিল উদ্দিন সরকারের পুত্র এম এ হানিফ সরকার মাহমুদ। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকালের দিকে এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। এমএ হানিফ সরকার মাহমুদ নামের এই কথিত চিকিৎসক গত ২ সপ্তাহ ধরে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের বিপরীত পার্কে সাইনবোর্ড টাঙ্গিয়ে রোগী অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ভুয়া চিকিৎসকের ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।  নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সত্যতা পাওয়ায় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মাহমুদের ২০ হাজার টাকা জরিমানা করা হয় তার। সেই সঙ্গে মুছলেকা নেওয়া হয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন