শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

৯৯৯-এ ফোন করলে বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ কর্তৃক চাইনিজ কুড়াল উদ্ধার ॥

৯৯৯-এ ফোন করলে বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ কর্তৃক চাইনিজ কুড়াল উদ্ধার ॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে মোস্তাফা জামানকে চাইনিজ কুড়াল দিয়ে হত্যার চেষ্টা করলে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ চাইনিজ কুড়াল ভাটার নিকট থেকে উদ্ধার করেন। পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট গ্রামের মৃত নজির হোসেন এর পুত্র মোঃ মোস্তাফা জামান (৫৩) এর পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে গত ২৪/০৪/২০২৩ইং তারিখে অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, পাটিকাঘাট গ্রামের মোঃ রফিক মোল্লার পুত্র রওশন আলী (৩৭) এর সাথে রাঘবেন্দ্রপুর মৌজার দাগ নং-২০০৪, খতিয়ান নং-১০০, জেএল নং- ১৬৬, জমির পরিমান-৮৪ শতাংশ। উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সোমবার সকাল ১১টায় গ্রামের বাড়ি পাটিকাঘাট যাওয়ার সময় দুপুর ১২টায় দক্ষিণ পলাশবাড়ী ডাঙ্গা গ্রামের জনৈক রহিদুল ইসলাম (৪৬), পিতা- মোঃ আব্দুল আজিজ এর বসতবাড়ির এবং ইট ভাটার সামনে কাঁচা রাস্তার উপর রওশন এর সাথে মোস্তফা জামান এর জমি-জমা নিয়ে কথা কাটাকাটি হয়। রওশন আলীর হাতে থাকা চাইনিজ কুড়াল নিয়ে মোস্তাফা জামানকে খুন করার উদ্দেশ্যে ধাওয়া করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে রওশনের নিকট থেকে চাইনিজ কুড়ালটি কেড়ে নেন। এ সময় রওশন আলী তার নিজ ভাটার দিকে চলে যান। মোঃ মোস্তাফা জামান জানান, আমি জীবন রক্ষার্থে জরুরী সেবা- ৯৯৯ এ ফোন করলে অতপর ঘটনাস্থলে পুলিশ এসে সাক্ষীদের উপস্থিতিতে পুলিশ চাইনিজ কুড়ালটি জব্দ করেন এবং পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের এসআই নুরুন্নবী জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মোঃ মোস্তাফা জামান গতকাল সোমবার পুলিশ ফাঁড়ি কেন্দ্রে একটি সাধারণ ডাইরী দায়ের করেন। যাহার নম্বর ৮৪২, তারিখ- ২৪/০৪/২০২৩ইং। তিনি আরো জানান, যেকোন সময় আমাকে হত্যা করতে পারে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন