শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পাটুরিয়ায় ফেরি উদ্ধারের পর চলছে পানি অপসারণ

পাটুরিয়ায় ফেরি উদ্ধারের পর চলছে পানি অপসারণ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মানিকগঞ্জের পাটুরিযায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারের পর পানি অপসারণের কাজ চলছে। ফেরিতে জমে থাকা কাদা মাটি অপসারণ ও ভেঙে যাওয়া অংশ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। ফেরির ইঞ্জিন রুম পরিষ্কার করে কাদা মাটি সরানো হচ্ছে।  বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উদ্ধার হওয়া রজনীগন্ধা ফেরি ঘুরে এমন চিত্র দেখা গেছে।  নৌবাহিনীর ডুবুরি দলের প্রধান শাহ পরান ইমন বলেন, তীব্র শীত, পানির নিচে স্রোত ও কুয়াশা থাকার পরেও গতকাল রাত ১১টার দিকে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি উদ্ধার করা সম্ভব হয়। ফেরিটি ঘাট এলাকা থেকে ভাটিতে এক কিলোমিটার দূরে রাখা হয়েছে। সকাল থেকে ফেরিটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে ফেরি হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য)  শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, আট দিনের চেষ্টার পর রজনীগন্ধা উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া ডুবে যাওয়া নয়টি যানবাহন উদ্ধার করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন