মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

গুগলে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্চ সুবিধা

গুগলে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্চ সুবিধা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বার্ড (বিএআরডি) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট গত মার্চ মাসে উন্মুক্ত করে গুগল। ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এটি উন্মুক্ত করা হয়।

এখন বার্ডের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সার্চ টুল গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত করতে যাচ্ছে গুগল। আগামী মে মাসেই নতুন এ টুলটি উন্মোচন করা হতে পারে।

এর আগে এপ্রিলের শুরুতে বার্ড চ্যাটবটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ভবিষ্যতে গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত করা হবে জানিয়েছিলেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।

কৃত্রিম বুদ্ধিমত্তার বার্ডের সার্চ টুলটির মাধ্য গুগলের সার্চ বক্সে প্রশ্ন লিখলেই দ্রুত সেগুলোর উত্তর মিলবে। শুধু তা-ই নয়, ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তুও সংক্ষেপে দেখানো হবে। এর ফলে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় দ্রুত প্রয়োজনীয় তথ্যের সন্ধ্যান পারবেন।
তথ্যসূত্র : দ্য ভার্জ

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন