বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

মুলা শাক খেলে কী হয়?

মুলা শাক খেলে কী হয়?

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শীতকালে যেসব শাক-সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো মুলা শাক। কিন্তু অনেকেই এর গুরুত্ব বুঝতে পারেন না। শীতে মুলা খাওয়া হলেও এর শাকি এড়িয়ে যান অনেকে। কিন্তু সুস্বাদু এই শাকের অসংখ্য উপকারিতার কথা জানা নেই অনেকেরই। সবুজ এই শাক কিন্তু পুষ্টির খনি। শীতের সময়ে নিয়মিত মুলা শাক খেলে মিলবে শরীরের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন