শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

রাজারহাটে রেল লাইনের বিটের পিন নাট-বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা

রাজারহাটে রেল লাইনের বিটের পিন নাট-বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট  কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ঠাঁটমারী বধ্যভূমি রেল ব্রীজের ওপরের রেললাইনের বিটের পিন নাট-বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রেলে  নাশকতা করতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটতে পারে বলে আশংকা করেছে রেল কর্তৃপক্ষ। খবর পেয়ে গত মঙ্গলবার ১৯ডিসেম্বর বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ,জেলা পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়,সহকারী কমিশনার ভুমি এ বি এম আরিফুল হক,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, ওসি তদন্ত মোঃ ওয়াহেদুল ইসলাম। এ সময় ওই সেকশনে ট্রেন যাতায়াত না থাকায় কর্তৃপক্ষ দ্রুত রেল লাইন মেরামত সম্পন্ন করতে সক্ষম হন তবে ট্রেন চলাচলের কোন ব্যাঘাত ঘটেনি বলে জানা গেছে। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না,তা  খতিয়ে দেখছে প্রশাসন। তবে মঙ্গলবার ১৯ ডিসেম্বর আনুমানিক ১১ঃ০০ঘটিকার দিকে রেললাইনে এই ত্রুটির খবর পান বলে রাজারহাট রেল স্টেশন মাস্টার মোঃ মাইদুল ইসলাম জানান। স্টেশন মাস্টার মাইদুল ইসলাম বলেন,গোয়েন্দা সংস্থার মাধ্যমে রেললাইনের সিলিপার পিন বিটের নাট-বল্টু খুলে ফেলার খবর পাই। পরে আমি রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করি। খবর পেয়ে  তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলের ঊর্ধ্বতন উপ-সহকারী-প্রকৌশলীসহ নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। তিনি আরও বলেন, শ্রমিকরা রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনঃসংযোজনের কাজ শেষ করার পর মঙ্গলবার সন্ধ্যা ৭ঃটায় কাউনিয়া থেকে কুড়িগ্রামগামী শার্টল ট্রেন চলাচল করেছে।
রাজারহাট উপজেলা  নির্বাহী অফিসার কাবেরী রায় বলেন, প্রশাসনের কর্মকর্তারাসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এসে রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখতে পেয়েছি। ঘটনাটি চুরি না কি অন্য কোনো উদ্দেশ্যে সংঘঠিত-এ প্রসঙ্গে তিনি বলেন,
ঘটনাটি কারা,কী উদ্দেশ্যে সংঘটিত করেছে এবং যারা জড়িত,তাদের শনাক্ত করে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন