বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

নানা কর্মসূচির মধ্যে দিয়ে হিলি হানাদার মুক্ত দিবস পালিত

নানা কর্মসূচির মধ্যে দিয়ে হিলি হানাদার মুক্ত দিবস পালিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
আজ ১১ ডিসেম্বর নানা কর্মসূচির মধ্যে দিয়ে সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হিলি হানাদার মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও পৌর সভার যৌথ উদ্যোগে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন এর নেতৃত্বে হিলি চেকপোষ্ট জিরোপয়েন্ট থেকে আনন্দ র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুহাড়াপাড়া সন্মুখ সমরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে শহীদদের রুহের মাগফেরত কামনায় দোয়া ও পুর্ষ্প মাল্য অর্পন করা হয়।
পরে সন্মুখ সমর চত্বতের হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,মুক্তিযোদ্ধা সামছুল আলম,হাকিমপুর প্রেসকাবের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সোহরাফ হোসেন মল্লিক প্রতাব প্রমুখ।
এসময় সেখানে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নুরুল আমিন,হাকিমপুর প্রেসকাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি শাহেদ মল্লিক বাবু,প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন,ছাত্রলীগ নেতা মোস্তাকিমসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাকিমপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন