শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ডিজেল কম দিয়ে জরিমানা গুনল ফিলিং স্টেশন

ডিজেল কম দিয়ে জরিমানা গুনল ফিলিং স্টেশন

মুক্তিনিউজ২৪. কম ডেস্কঃ 

নিধারিত মূল্য আদায় করলেও পরিমাপে দেওয়া হচ্ছে কম। প্রতি ১০ লিটারে কম দেওয়া হচ্ছে ১৮০ মিলিলিটার ডিজেল। এভাবেই অভিনব কায়দায় ভোক্তার পকেট কাটা হচ্ছে

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার মেসার্স চেংমারী ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ চুরি হাতেনাতে ধরা পড়ে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

অভিযান পরিচালনা করেন বদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশপিয়া তাসরিন। প্রসিকিউটর হিসেবে অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ।

তিনি বলেন, সোমবার বদরগঞ্জের মেসার্স চেংমারী ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়। প্রতিষ্ঠানটির ফিলিং স্টেশনের ব্যবহৃত ডিজেলে ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৮০ মিলিলিটার জ্বালানি তেল কম দিচ্ছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া  মেসার্স শাহ ফিলিং স্টেশন নামে আরেকটি প্রতিষ্ঠানে অভিযানকালে ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি তাদের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ও ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ আগামী ১৫ দিনের মধ্যে হালনাগাদ করার পরামর্শ প্রদান করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন