বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

পার্বতীপুর বাফার সার গুদামের নির্মান কাজ পরিদর্শন বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ

পার্বতীপুর বাফার সার গুদামের নির্মান কাজ পরিদর্শন বিএডিসি’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ

সোহেল সানী : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র পার্বতীপুর বাফার সার গুদামের ধারন ক্ষমতার ৬ হাজার ২শ’ মেট্রিক টন চলমান নির্মান কাজ পরিদর্শন করেন বাংলাদেশ কৃষিউন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ।
আজ শনিবার সকাল ১১টায় দিকে পার্বতীপুর বাফার সার গুদামের নির্মান প্রকল্প কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, বিএডিসির (বীজ ও উদ্যান) পরিচালক মোস্তাফিজুর রহমান, রংপুর বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) এস,এম শহিদুল আলম, বিএডিসির দিনাজপুর অঞ্চল যুগ্ম পরিচালক (সার) শওকত আলী, নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) সৈয়দা সাবিহা জামান, উপ-পরিচালক (বীজ বিতরন) আব্দুর রশিদ, সহকারি প্রকৌশলী (নির্মান) সামিউল পারভেজ, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল, পার্বতীপুর পৌর মেয়র মো: আমজাদ হোসেন, পার্বতীপুর ইউনিট বিএডিসির উপ-সহকারি প্রকৌশলী মাহামুদা খাতুন এবং ঠিকাদার কহিনুর এন্টারপ্রাইজের স্বতাধিকারী মোতাহার হোসেন রনু। প্রকল্প সুত্র জানিয়েছে, পার্বতীপুর সার বাফার গুদামে বিএডিসি’র নতুন সার গুদাম নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৪১৩ টাকা। এটি বাস্তাবায়ন করছেন বরিশালের ঠিকাদার কহিনুর এন্টারপ্রাইজ। চলতি বছরের ১৩ মে এ নির্মান কাজের উদ্ধোধর করা হয়। এর নির্মান কাজ শেষ হবে আগামী ২০২৪ সালের ৩১ অক্টোবর।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন