শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরা রোহিত

দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরা রোহিত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বড় ইনিংস খেলার জন্য আগে থেকেই সুখ্যাতি আছে রোহিতের। নিজের ইনিংসকে টেনে লম্বা করার ক্ষেত্রে বর্তমান ক্রিকেটে ভারতীয় অধিনায়কের জুড়ি মেলা ভার। চলতি বিশ্বকাপেই আসরের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির কীর্তি গড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও দেখা গেল ব্যাট হাতে চিরচেনা রোহিতকে। বড় রকমের ব্যাটিং বিপর্যয়ের দিনেও ভারতীয় অধিনায়ক ছিলেন অনন্য। ব্যাট হাতে শুভমান গিল ইনিংস বড় করতে পারেননি। ভরসার প্রতীক বিরাট কোহলিও আউট হয়েছেন ৯ বলে শুন্য করে। শ্রেয়াশ আইয়ারের কাছ থেকেও আসেনি প্রত্যাশিত ইনিংস। তেমন এক অবস্থাতেই রোহিত খেলেছেন অসামান্য এক ইনিংস। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে তার জুটি ছিল ৯০ রানের। রাহুল ফিরে গেলেও ছিলেন অধিনায়ক রোহিত। সূর্যকুমারের সঙ্গে গড়েছেন জুটি। আদিল রশিদের বলে ফেরার আগে করেছেন ৮৭ রান। বোলিং ইনিংসেও ছিল রোহিতের মুন্সিয়ানা। ম্যাচের পরিস্থিতি বুঝে বোলার পরিবর্তন করেছেন। নিজের তূণে থাকা সব অস্ত্রই ব্যবহার করেছেন ঠিকঠাকভাবে। কোন অবস্থাতেই ইংল্যান্ডকে স্বাচ্ছন্দ্য দেয়নি তার বোলাররা। স্বাভাবিকভাবেই তাই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গিয়েছে রোহিতের হাতেই।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন