শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

কোন দুটি দেশ ভারতের পথের কাঁটা? জানালেন সৌরভ গাঙ্গুলী

কোন দুটি দেশ ভারতের পথের কাঁটা? জানালেন সৌরভ গাঙ্গুলী

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন সৌরভ বলেন, ‘ভারতের সব থেকে বড় দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাও খুব ভালো ছন্দে আছে।’ তবে একটি দলের খেলা দেখে হতাশ সৌরভ। তারা হলো ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের খেলা অবাক করেছে তাকে। সৌরভ বলেন, ‘কোনও দিন ভাবিনি ইংল্যান্ড এ রকম খেলবে। তবে এটাই ক্রিকেট। আগে থেকে কিছু বলা যায় না।’ রোহিতদের সবার আগে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘এখনই বিশ্বকাপ জেতার কথা ভাবলে চলবে না। আগে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে এগোতে হবে। তার পরে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবতে হবে।’ সৌরভ যে দুটি দলের কথা বলেছেন তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামী ৫ নভেম্বর ইডেনেই খেলবে ভারত। ভালো খেলা দেখার আশায় রয়েছেন সৌরভ। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার কাছে কোনো বাড়তি টিকিট নেই। সৌরভ বলেন, ‘ভারতের ম্যাচ ঘিরে ইডেনে সব সময় উত্তেজনা থাকে। ভাগ্য ভালো যে আমি এখন বোর্ড সভাপতির পদে নেই। আমার কাছে কোনো বাড়তি টিকিট নেই।’ রোববার ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ে খেলতে নামবে ভারত। সেই ম্যাচ জিতলে টানা ৬টি জয়ের সঙ্গে সেমিফাইনালে এক পা দিয়ে দেবেন রোহিতরা। আপাতত সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন তারা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন