বোয়ালখালীতে বিশ্বভোক্তা অধিকার দিবস পালিত

চট্টগ্রাম সাংবাদদাতা: ভোক্তার আস্থাশীল, ডিজিটাল বাংলাদেশ গড়ি’ এ প্রতিপ্রাদ্যকে শ্লোগান নিয়ে বোয়ালখালীতে পালিত হয়েছে বিশ্বভোক্তা অধিকার দিবস। এ উপলক্ষে ১৫ মার্চ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওবাইদুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মনির উদ্দীন খান, উপজেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুল, উপজেলা যুবলীগ সভাপতি সেলিম উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড হারুন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মঈন উদ্দীন, মহিলা বিষয়ক অফিসার এস.এম জিন্নাত সুলতানা, ক্যাব এর চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি আবদুল মান্নান, উপজেলা সভাপতি মো. আকতার কামাল চৌধুরী, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশা সংগঠনের প্রতিনিধিবৃন্দ।