বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

সাজানো হচ্ছে লালমনিরহাটে  ৪শত ৬৩ টি পুঁজামন্ডব 

সাজানো হচ্ছে লালমনিরহাটে  ৪শত ৬৩ টি পুঁজামন্ডব 
মোঃ লাভলু শেখ লালমনিরহাট থেকে:
সারা দেশের ন্যায় লালমনিরহাটেও আগামী শুক্রবার ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব। শুক্রবার শুরু হয়ে মঙ্গলবার ২৪ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা সমাপ্তি ঘটবে। হিন্দু সম্প্রদায়ের দূর্গোৎসব আবহমান বাংলার শ্বাশত সংস্কৃতির অংশ। লালমনিরহাট জেলায় সর্বত্রই বিরাজ করছে শারদীয় দূর্গাপূজার আনন্দ উৎসবের। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা সূত্রে জানা গেছে, লালমনিরহাট  জেলায় এবারে মোট ৪ শত ৬৩ টি পূজা মন্ডবে দূর্গোৎসব চলবে। তন্মধ্যে লালমনিরহাট  সদর উপজেলায় পুঁজামন্ডব অনুষ্ঠিত হবে ১ শত ৬০ টি। লালমনিরহাট পৌরসভা এলাকায় মোট ২৫ টি, মোগলহাট ইউনিয়নে ২১ টি, কুলাঘাট ইউনিয়নে ১২ টি, হারাটি ইউনিয়নে ১৫ টি, বড়বাড়ী ইউনিয়নে ৯ টি, গোকুন্ডা ইউনিয়নে ২১ টি, পঞ্চগ্রাম ইউনিয়নে ২০ টি, রাজপুর ইউনিয়নে ৮ টি, খুনিয়াগাছ ইউনিয়নে ১৪ টি, মহেন্দ্রনগর ইউনিয়নে ১৫ টি। আদিতমারী উপজেলায় পুঁজামন্ডব অনুষ্ঠিত হবে ১শত ১৪ টি। দূর্গাপূর ইউনিয়নে ১০ টি, ভেলাবাড়ী ইউনিয়নে ১৪ টি, কমলাবাড়ী ইউনিয়নে ১৬ টি, সারপুকুর ইউনিয়নে ২৪ টি, সাপ্টিবাড়ী ইউনিয়নে ৫ টি, ভাদাই ইউনিয়নে ২৮ টি, পলাশী ইউনিয়নে ১১ টি, মহিষখোচা ইউনিয়নে ৬ টি। কালীগঞ্জ উপজেলায় পুঁজামন্ডব অনুষ্ঠিত হবে ৮৯ টি। ভোটমারী ইউনিয়নে ৫ টি, মদাতী ইউনিয়নে ১৪ টি, তুষভান্ডার ইউনিয়নে ১২ টি, দলগ্রাম ইউনিয়নে ৯ টি, কাকিনা ইউনিয়নে ৭ টি, চলবলা ইউনিয়নে ১৬ টি, গোড়ল ইউনিয়নে ১৪ টি, চন্দ্রপুর ইউনিয়নে ১২ টি। হাতীবান্ধা উপজেলায় পুঁজামন্ডব অনুষ্ঠিত হবে ৭১ টি। বড়খাতা ইউনিয়নে ৩ টি, ফকিরপাড়া ইউনিয়নে ৪ টি, গড্ডিমারী ইউনিয়নে ১ টি, সিংগিমারী ইউনিয়নে ২ টি, টংভাঙ্গা ইউনিয়নে ১৭ টি, সিন্দুর্না ইউনিয়নে ৪ টি, পাটিকাপাড়া ইউনিয়নে ৩ টি, ডাউয়াবাড়ী ইউনিয়নে ৩ টি, নওদাবাস ইউনিয়নে ১২ টি, গোতামারী ইউনিয়নে ১০ টি, ভেলাগুড়ি ইউনিয়নে ১২ টি। পাটগ্রাম উপজেলায় পুঁজামন্ডব অনুষ্ঠিত হবে ২৮ টি। পাটগ্রাম পৌরসভায় ৪ টি, পাটগ্রাম ইউনিয়নে ২ টি, শ্রীরামপুর ইউনিয়নে ২ টি, বুড়িমারী ইউনিয়নে ১ টি, জগতবেড় ইউনিয়নে ৬ টি, জোংড়া ইউনিয়নে ৬ টি, বাউড়া ইউনিয়নে ৬ টি, দহগ্রাম ইউনিয়নে ১টি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক মুহিন চন্দ্র রায় বলেন, আগামী শুক্রবার ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দূর্গা পূজা শুরু হবে। আগামী মঙ্গলবার ২৪ অক্টোবর  দশমী ও বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় পূজা সমাপ্ত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায় বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন