শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

গুজব রটালে দ্রুত ব্যবস্থা– জেলা প্রশাসক বগুড়া 

গুজব রটালে দ্রুত ব্যবস্থা– জেলা প্রশাসক বগুড়া 
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শারদীয় উৎসব চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেছেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। তিনি বলেন, সনাতন ধর্মের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা।  তাদের এই উৎসব যেন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় সে জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে পূজা মন্ডপগুলোতে সিসি টিভির আওতায় আনা হবে। যে সকল পূজা মন্ডপে সিসি টিভি ব্যবস্থা করতে পারবেনা প্রয়োজন হলে তাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে। বাংলাদেশের বিদ্যমান আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহ রাখতে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়াজনে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে  সামাজিক সম্প্রীতি সমাবেশে বগুড়া জেলা প্রশাসক উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান,  উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধ আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম,  উপজেলা ঈমাম কমিটির সভাপতি মাওঃ আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ণ কানু, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, এবিএম শাহজাহান চৌধুরী, আবু জাফর মন্ডল, আব্দুল মোত্তালিব, এসকেন্দার আলী শাহানা, শফিকুল শফি, শহিদুল ইসলাম, আহসান হাবিব সবুজ, আসিফ মাহমুদ মিল্টন, রেজাউল করিম চঞ্চল প্রমুখ। সমাবেশের পূর্বে প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নব-নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন। এর পরপরই তিনি ভিক্ষুকদের পুনর্বাসন করার লক্ষ্যে তিনটি স্টল হস্তান্তর ও নারীদের মাঝে সেলাই মেশিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। সমাবেশ শেষে প্রধান অতিথি উপজেলার বিহার ইউনিয়নের পারলক্ষ্মীপুর গ্রামে আশ্রয় প্রকল্প  ও রায়নগর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন