শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ইথিওপিয়ায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাবে ৩৬ জনের মৃত্যু

ইথিওপিয়ায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাবে ৩৬ জনের মৃত্যু

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইথিওপিয়ার ওরোমিয়া রাজ্যে ছড়িয়ে পড়ছে মশাবাহিত রোগ ম্যালেরিয়া। এতে গত দুই মাসে অঞ্চলটির বেগি ও কোন্ডালা জেরায় অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন। এ পরিস্থিতিতে প্রাণঘাতী ম্যালেরিয়া নিয়ে সতর্ক করেছে দেশটির সরকার।

বেগি জেলার প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রধান লতা বান্টি বলেছেন, মশাবাহিত পরজীবী সংক্রমণ ছড়িয়ে পড়ায় ৩৬ জন মারা গেছে। সাধারণ মানুষের জীবন বাঁচাতে জরুরি ওষুধ সরবরাহের প্রয়োজন।

মশাবাহিত এই রোগটি ওরোমিয়ার ১৬ জোনে বেশি ছড়িয়েছে। গত বছরের তুলনায় এ বছরের আক্রান্তের হার ১৬৮ শতাংশ বেশি বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানান স্বাস্থ্য বিভাগের প্রধান জাওয়ার কাছিম।

দুই জেলায় কতজন ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে, এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। মৃত্যুর হার আরও বেশি হতে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় জরুরি চিকিৎসা সহায়তা চেয়েছে প্রশাসন।

মশাবাহিত রোগ ম্যালেরিয়া জনস্বাস্থ্যের অন্যতম শত্রু। পৃথিবীতে ২০২১ সালে এটি ৬ লাখ ১৯ হাজার মানুষের মৃত্যুর কারণ হয়েছিল, যাদের মধ্যে প্রায় ৯৬ শতাংশ আফ্রিকায়। মশাপ্রবণ পরিবেশে এটি সারস-কোভ-২-এর ওমিক্রনের তুলনায় ৬-২০ গুণ বেশি ছড়িয়ে পড়ে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন