শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

‘হজম করতে না জানলেই গোলমাল’, মিমিকে নিয়ে আবির চ্যাটার্জি

‘হজম করতে না জানলেই গোলমাল’, মিমিকে নিয়ে আবির চ্যাটার্জি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’-এ মিমি চক্রবর্তীর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন আবির চ্যাটার্জি। নতুন জুটি বেঁধেই নায়িকাকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করে বসেছেন এই অভিনেতা। সম্প্রতি প্রযোজনা সংস্থার তরফ থেকে পোস্ট করা একটি ভিডিওতে মিমিকে পোলাও মাংসের সঙ্গে তুলনা করেন আবীর। আবীর বলেন, ‘মিমি হলো পোলাও-খাসির মাংসের যুগলবন্দি। হজম করতে জানতে হবে নইলে গোলমাল আছে।’ ভিডিওতে আবীর একা নন, আবিরের পাশেই ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। কিছুটা হেসে সম্মতি জানান তিনিও। অন্যদিকে আবিরকে রেজালার সঙ্গে তুলনা করেন প্রবীণ এই অভিনেতা। দার্জিলিং চা আর পার্ক স্ট্রিটের কোনও অভিজাত পদের সঙ্গে ভিক্টরের তুলনা করলেন আবির। অন্যদিকে ভিক্টর বলে বসেন নন্দিতা রায় খুবই বোরিং। তবে আবিরের মতে নন্দিতা হলেন কড়া পাকের সন্দেশ। আবিরের দাবি তিনি নাকি ভয়ও পান নন্দিতাকে কারণ তিনি শাসন করেন। প্রসঙ্গত ‘রক্তবীজ’ ছবিতে একসঙ্গে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও আবিরকে। এই ছবিতে আবির অভিনয় করেছেন পুলিশ অফিসারের চরিত্রে। খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড নিয়ে তৈরি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটিতে থাকবে অ্যাকশন। ছবির কয়েকটি দৃশ্যের শ্যুটিং হয়েছে রাষ্ট্রপতি ভবনেও। ২০১৪ সালের ২ অক্টোবর মহাষ্টমীর দিনে বর্ধমানের খাগড়াগড় এলাকার একটি দ্বিতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে দ্রুত ব্যবস্থা নেয়। পুলিশ এসে হাজির হলে সেই বিল্ডিংয়ের ভেতরে থাকা দুই নারী তাদের প্রবেশে বাধা দেয়, ভবন উড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। পরে তাদের গ্রেপ্তার করা হয় এবং পুলিশ ওই বাড়িতে ৫০টির বেশি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করে। এবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় সেই ঘটনা উঠে আসতে চলেছে বড়পর্দায়। মিমি-আবির, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দেবাশীষ মণ্ডল, সত্যম ভট্টাচার্য, অনুসূয়া মজুমদার, দেবলীনা কুমার, অম্বরীশ ভট্টাচার্য ও কাঞ্চন মল্লিক। আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ’।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন