শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

বিরামপুরে প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধনে এমপি শিবলী সাদিক।

বিরামপুরে প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধনে এমপি শিবলী সাদিক।

এন,এম,সজীব।
দিনাজপুরের বিরামপুর প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আজ-১৭(সেপ্টেম্বর ) রবিবার: সকাল ১১ ঘটিকায় বিরামপুর উপজেলা চত্বরে উন্মুক্ত তাৎক্ষণিক সেবা কার্যক্রম উন্নয়ন মেলার উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক দিনাজপুর-৬

“দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্ণাট‍্য র‍্যালী ও আলোচনা সভা এবং তিন দিনব্যাপী মেলার উদ্বোধন ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,মাননীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু,বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আকরাম হোসেন,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সমশের আলী মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মাষ্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ, মৎস্য কর্মকর্তা কাওছার হোসেন সহ আরও অনেকে।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,উপজেলাধীন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি,ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী,স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে উপস্থিত অতিথিদয় উক্ত মেলার মনরোম পরিবেশে সাজানো অংশ নেওয়া ৩৬ টি স্টল পরিদর্শন করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন