শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

জাপানের কাছে হারায় চাকরি গেল জার্মানির কোচের

জাপানের কাছে হারায় চাকরি গেল জার্মানির কোচের

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : টানা তিন ম্যাচে হার। কলম্বিয়া, পোল্যান্ডের পর শনিবার রাতে হারতে হলো জাপানের কাছেও। শুধু হারই নয়, জাপানের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ৪-১ গোলে। এমন একটি হারের পর জার্মানি কোচ হান্সি ফ্লিকের চাকরি আরও স্থায়ী হবে, এমনটা হয়তো বোকারাও ভাববে না। জার্মান ফুটবল ফেডারেশনও দ্বিতীয়বার ভাবেনি। জাপানের কাছে হারের পরপরই কোচ হান্সি ফ্লিককে বিদায় জানিয়ে দিয়েছে তারা। রোববার এক বিবৃতিতে সেই খবর জানানো হয়েছে জার্মান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে। ফেডারেশন প্রধান বার্নার্ড নুয়েনডর্ফ বলেছেন, ‘ডিরেক্টর রুডি ফোলারের সঙ্গে আলোচনা করার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফ্লিককে আর জাতীয় দলের দায়িত্ব রাখা হবে না। ইউরোর আগে এমন একটা সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল; কিন্তু ফ্লিক প্রত্যাশা পূরণ করতে পারেননি।’ পরিসংখ্যান বলছে, হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর ১৭ ম্যাচের মধ্যে জার্মানি জিতেছে মাত্র চারটিতে। শেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই। জার্মানির বিরুদ্ধে গোল হয়েছে ১৩টি! নুয়েনডর্ফ বলেছেন, ‘এ তথ্যই প্রমাণ করছে, কোচ হিসেবে ফ্লিক ব্যর্থ হয়েছেন। ফলে আমাদের পরিবর্তনের পথে হাঁটতেই হলো।’ জার্মানির জনপ্রিয় পত্রিকা বিল্ড জাপানের কাছে ৪-১ গোলে হারের পর কোচ হান্সি ফ্লিককেই সবচেয়ে বেশি দায়ী করেছে। তারা এ নিয়ে বিশেষ নিবন্ধও ছেপেছে। সেখানে তারা লিখেছে, ‘জার্মানির ফুটবল ইতিহাসে সবচেয়ে বাজে কোচ হচ্ছেন হান্সি ফ্লিক।’ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর ফ্লিককে কীভাবে কোচের পদে রেখে দেয়া হলো তা নিয়েও সমালোচনা করেছে বিল্ড। মঙ্গলবার ইদুনা পার্কে প্রীতি ম্যাচে জার্মানি আবার খেলতে নামবে ফ্রান্সের বিরুদ্ধে। তার আগে রাতারাতি কোচকে বরখাস্তের সিদ্ধান্ত কি দলকে আরও সঙ্কটে ফেলে দেবে না? নুয়েনডর্ফ বলেছেন, ‘দ্রুত নতুন কোচের নাম ঘোষণা করা হবে। ইউরোর আগে জার্মানি ফুটবলকে ছন্দে ফেরানোই মূল লক্ষ্য আমাদের।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন