শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

বৃষ্টি বাগড়ার পর খেলা শুরু

বৃষ্টি বাগড়ার পর খেলা শুরু

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচের জন্য রাখা হয়েছিল রিজার্ভ ডে। শেষ পর্যন্ত ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে-তেই। তবে এখানেও বৃষ্টির হানা। নির্ধারিত সময়ে শুরুর হয়নি খেলা। তবে ভালো খবর, কলম্বোতে আপাতত কোনো বৃষ্টি নেই। বাংলাদেশ সময় বিকাল ৫টা ১০ মিনিটে শুরু হয়েছে খেলা। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে আজ খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। এরপর ঘন্টা খানেকের বৃষ্টির পর মাঠ প্রস্তুত করতে লেগেছে আরও প্রায় ত্রিশ মিনিট। সবমিলিয়ে দেড় ঘন্টারও বেশি সময় আজ নষ্ট হয়েছে। তবো ম্যাচের দৈর্ঘ্যের ওপর সেটার প্রভাব পড়ছে না। কোনো ওভার কাটা যায়নি। গতকাল নির্ধারিত সময়ে টসের পর খেলাও শুরু হয়েছিল নির্ধারিত সময়ে। তবে ২৪ ওভারের বেশি খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কারণ ২৫তম ওভারের প্রথম বলের পরই বৃষ্টি হানা দেয়। ফলে খেলা গড়িয়েছে রিজার্ভ ডেতে। ২৪.১ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৪৭ রান। ৮ রান নিয়ে উইকেটে আছনে বিরাট কোহলি। অপর অপরাজিত ব্যাটার লোকেশ রাহুলের সংগ্রহ ১৭ রান। এশিয়া কাপের এবারের আসরে পাকিস্তানের বিপক্ষে প্রথম দেখায় ব্যর্থ ছিল ভারতের টপ অর্ডার। গ্রুপ পর্বের সেই ম্যাচে পাত্তায়ই পাননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সেই প্রতিশোধের পণ করেই যেন গতকাল মাঠে নেমেছিলেন দুই ওপেনার শুভমান গিল ও রোহিত! অবশ্য ফিফটি হাঁকিয়ে আর বেশিক্ষণ টিকতে পারেননি  দুজনের কেউই। ১৭তম ওভারে ৫৬ রান করা রোহিতকে সাজঘরে ফিরিয়ে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন শাদাব খান। এরপরের ওভারেই ফিরেছেন গিলও। তার ব্যাট থেকে এসেছে ৫২ বলে ৫৮ রান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন