শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী সম্প্রদায়ের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময়

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী সম্প্রদায়ের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময়

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী সম্প্রদায়ের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময়
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলায় ৪৫টি চা বাগানে মুন্ডা, সাঁওতাল, উরাও, লোহার, খাড়িয়া, গন্জু, মাহালী, ভুমিজ, কন্দসহ বিভিন্ন জাতি গোষ্ঠী। এছাড়াও ১২টি খাসিয়া পুঞ্জি, ১০টি গারো পল্লী, ২টি মনিপুরী গ্রাম এবং ৪টি ত্রিপুরা পল্লীতে বসবাসরত ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।
রোববার (৩ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা প্রশাসনিক কর্মকর্ত মৃনাল কান্তি দত্ত প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন