শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

৫ বছরের ভ্রমণ ভিসা দেবে মিসর

৫ বছরের ভ্রমণ ভিসা দেবে মিসর

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঊর্ধ্বমুখী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আরও বেশি পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করছে মিসর। এ জন্য নতুন ভিসা ঘোষণা করেছে দেশটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, ৫ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে মিসর। এ জন্য খরচ হবে মাত্র ৭০০ ডলার।

পর্যটনে রাজস্ব বাড়াতে এ প্রথম একাধিক বছরের জন্য বৈধ ভিসা অফার করছে মিসর। গত সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী আহমেদ ইসা এসব তথ্য জানান।

এ ছাড়া ৩০ দিনের ভিসা অন-অ্যারাইভাল দেশের সংখ্যা বাড়িয়েছে মিসর। এখন থেকে ১৮০টি দেশের দর্শনার্থীরা তা পাবেন।

স্বল্পমেয়াদি ভিসাটি পেতে ভ্রমণকারীকে ফি পরিশোধ করতে হবে মাত্র ২৫ ডলার। চীনা ও ভারতীয় নাগরিকরাও এ সুযোগ পাবেন। ইরান, তুরস্ক, সৌদি আরবের বাসিন্দারাও সুবিধাটি নিতে পারবেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছেন বিনিয়োগকারীরা। মিসরে তাদের বিনিয়োগে আকৃষ্ট করতেই এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন