শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

আদমদীঘিতে আজিজার হত্যা মামলার আসামি ফরিদকে আটক করলো র‌্যাব-১২

আদমদীঘিতে আজিজার হত্যা মামলার আসামি ফরিদকে আটক করলো র‌্যাব-১২

এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা আদমদীঘি উপজেলার সান্দিরা গ্রামের আজিজার মন্ডল হত্যার আসামি ফরিদ মন্ডল(৫৫) কে আটক করেছে। শনিবার রাত ১১টার দিকে নওগাঁ জেলার পোরশা থানার নিতপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে দায়েরকৃত মামলায় তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট বগুড়ার আদমদীঘি উপজেলার সান্দিড়া ব্যাপারীপাড়া গ্রামে আজিজার মন্ডল নামে এক ব্যক্তি নৃশংস হত্যাকান্ডের শিকার হন। এ ঘটনায় পরদিন হত্যাকান্ডের শিকার আজিজার মন্ডলের স্ত্রী বাদি হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাথে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প আসামীদের আটক করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। র‌্যাব-১২ বগুড়ার একটি দল নওগাঁ জেলার পোরশা থানাধীন নিতপুর পশ্চিম মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামী ফরিদ মন্ডল(৫৫) কে আটক করতে সামর্থ হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রাথমিক ভাবে হত্যাকান্ডের কথা স্বীকার করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত বলেন,রোববার দুপুরে দায়েরকৃত মামলায় তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন