মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিয়ে সরব সৌরভ গাঙ্গুলি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিয়ে সরব সৌরভ গাঙ্গুলি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিসিআই’র সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। শুক্রবার (১৮ আগস্ট) কলকাতার একটি অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। র‍্যাগিং বন্ধ করার জন্য শিগগিরই আইন আনা দরকার।’

সৌরভকে যাদবপুরের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত। র‍্যাগিং বন্ধে কড়া আইন করা উচিত।’ পুরো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ‘মহারাজ’ বলেন, সুস্থ পরিবেশ ছাড়া কখনও একটি শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। এ সময় তিনি র‌্যাগিংমুক্ত শিক্ষাঙ্গনের কথা বলেন। গত ৯ আগস্ট (বুধবার) রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের এ-২ ব্লকের নিচে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তার বাড়ি নদিয়ায়। পরের দিন বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। র‌্যাগিংয়ের কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে ছাত্রের পরিবার। ছেলের মৃত্যুতে হোস্টেলের আবাসিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেছেন ছাত্রের বাবা। তাদের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। এ ঘটনায় এরইমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের মধ্যে সাবেক শিক্ষার্থীও রয়েছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন