বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

বিশ্বের যে ২৫ দেশ চরম পানি সংকটে

বিশ্বের যে ২৫ দেশ চরম পানি সংকটে

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিশ্বের ২৫টি দেশ চরম পানির সংকটে রয়েছে। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই দেশগুলি প্রতি বছর তাদের ৮০ শতাংশ পানি নিয়মিত ব্যবহার করছে। বিশ্বজুড়ে পানির চাহিদা বাড়ছে এবং ১৯৬০ সাল থেকে চাহিদা দ্বিগুণেরও বেশি হয়েছে। চাহিদার কারণে পানি নিয়ে সংকটে মধ্যে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, চিলি, সান মারিনো, বেলজিয়াম ও গ্রিস। সবচেয়ে বেশি পানির সংকটের সম্মুখীন দেশটি পাঁচটি হলো- বাহরাইন, সাইপ্রাস, কুয়েত, লেবানন ও ওমান। সংস্থাটি আরো জানিয়েছে,ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পানির চাহিদা সমান্তরালে থাকলেও আফ্রিকায় তা বাড়ছে। ২০৫০ সালের মধ্যে সারা বিশ্বে পানির চাহিদা ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।অ্যাক্যুডাক্ট বিশ্লেষণ অনুসারে, বিশ্বব্যাপী, প্রায় ৪০০ কোটি মানুষ বা বিশ্বের অর্ধেক জনসংখ্যা বছরে অন্তত এক মাস অত্যন্ত উচ্চমাত্রায় পানির সংকটের সম্মুখীন হয়। ২০৫০ সালের মধ্যে সংখ্যাটি ৬০ শতাংশের কাছাকাছি হতে পারে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন