হিলিতে মাদকসহ আটক ৫

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ মাদক বিরোধ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে এক নারী বিক্রেতাসহ ৫ জনকে আটক করেছে।
গতকাল রোববার রাতে উপজেলার মাঠপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান. গোপন সংবাদের ভিত্তিতে মাঠপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে নুর বানুর এর বাড়ী তল্লাসী করে মাদক বিক্রেতা নুর বানু (৩০), সেবনরত অবস্থায় আমিরুল ইসলাম (৩৫), নাদিম হাসান (২৮), শামিম হোসেন (৩৩) ও সোহেল রানা (৩৫) কে ভারতীয় ফেন্সিডিল, গাজা ও দেশীয় মদ বোতলসহ আটক করা হয়।