লালমনিরহাটে বন্যায় ২শত কোটি টাকার ক্ষয়ক্ষতি

মো: লাভলু শেখ, লালমনিরহাট,
সম্প্রতি বন্যায় লালমনিরহাট জেলার ৫ উপজেলার মধ্যে ৪টি উপজেলায় ১৪৯ কোটি ৮৬ ল ৭৩ হাজার ৭৪৫ টাকা য়তির পরিমান দাড়িয়েছে বলে লালমনিরহাট জেলা ত্রাণ শাখা সূত্রে জানা গেছে। বুধবার ২ অক্টোবর, ২০১৯ লালমনিরহাট জেলা ত্রাণ কর্মকর্তা মো: আলী হায়দার জানান, ঘর-বাড়ী, (কাঁচা-পাঁকা) খাতে ৭২ কোটি ২৪ ল, হাঁস-মুরগী ১১ হাজার ৫ শত, শস্য খাতে ১ কোটি ১৫ ল ৪৯ হাজার ৮ শত ৫০, মৎস্য খাতে ৩ কোটি ৪৫ ল ৪২ হাজার, ৯ শত ৮০, ধর্মীয় প্রতিষ্ঠান ১ ল, সড়ক (কাঁচা-পাঁকা) ২৮ কোটি ৩০ ল, ব্রীজ ও কালভাট ৩০ ল, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪৯ ল ৫০ হাজার, উচ্চ বিদ্যালয় ১১ ল ৪০ হাজার , মাদ্রাসা ১ ল ৯০ হাজার, নলকুপ ২৫ হাজার ৬শত ৬৫, স্বাস্থ্য সম্মত পায়খানা ৬ ল ৩৭ হাজার ৫শত ও কমিউনিটি কিনিক খাতে তির পরিমান ৪ ল টাকাসহ লালমনিরহাট জেলার আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও লালমনিরহাট সদর উপজেলায় প্রায় ২ শত কোটি টাকা সম্প্রতি বন্যায় য়তি হয়েছে। এতি ৪৫টি ইউনিয়নের মধ্যে ২৭টি ইউনিয়নে হয়েছে বলে ত্রাণ শাখা জানায়। অপরদিকে বন্যার সময় শুধুমাত্র নদী ভাংগনে ৪শত ৭৫টি পরিবার তিগ্রস্থ হয়। এর মধ্যে সদরে ৫১, আদিতমারী ১৪১, কালীগঞ্জ ৭৬টি ও হাতীবান্ধায় ২০৭টি পরিবার নদী ভাংগনে তিগ্রস্থ হয়। এদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে ত্রাণ শাখা জানিয়েছে। লালমনিরহাট ত্রাণ শাখা থেকে বন্যা কবলিত পরিবারের জন্য জি.আর চাল ৬৪১ মে. টন, জি.আর ক্যাশ ১২ ল ৩৬ হাজার, ঢেউটিন ৮৪৪ বান্ডিল ও তার সাথে নগদ টাকা ২৫ ল ৩২ হাজার বিতরণ করা হয়েছে।