চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে ১ যুবকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সিএনবি এলাকায় মহানন্দা নদী থেকে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। নিহত যুবক পৌর এলাকার রেহাইচর এলাকার বাসিন্দা মো. তুহিন (৩২)। রোববার সকাল পৌণে ৭ টার দিকে সদর মডেল থানার কন্ট্রোল রুমের দায়ীত্বরত অফিসার এএসআই হামিদুল ইসলাম জানান, মহানন্দা নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে সকালে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল নদী থেকে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে কিছুক্ষণ আগে গেছে। লাশের পরনে টি শার্ট ও জিন্স প্যান্ট ছিলো। লাশ নিয়ে ফেরত আসার পর সুরতহাল রিপোর্ট এর পর যুবকের পরিচয় জানা যাবে বলেও জানায় পুলিশের কন্ট্রোল রুমের দায়ীত্বরত অফিসার এএসআই হামিদুল ইসলাম। লাশ উদ্ধারের ঘটনা সম্পর্কে নিশ্চিৎ করেছেন ওসি তদন্ত মো. কবির হোসেন।