বেনাপোলে গাঁজাসহ পাচারকারী আটক

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: বেনাপোলের সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা দুই কেজি গাঁজাসহ আকাশ (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার ভোরে তাকে আটক করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে ।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায় মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার চালান যশোর নেওয়া জন্য সাদিপুর সীমান্তের একটি বাগানে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার মনির হোসেন, ল্যান্স নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক নজরুল ইসলামসহ বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আকাশ নামে এক মাদক পাচারকারীকে হাতে নাতে আটক করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সূত্র: কালের কন্ঠ