গফরগাঁওয়ে মানবাধিকার কমিশনের অফিস উদ্বোধন

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও পৌর শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর শহরের জামতলা মোড়স্থ সোহরাব মার্কেটের দ্বিতীয় তলায় এ অফিস উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহসান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভিপি মাহতাব উদ্দিন সাদেক, বাংলাদেশ মানবাধিকার কমিশন গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন ফিরোজ, নির্বাহী সভাপতি আজিম উদ্দিন মাস্টার, সহসভাপতি সৈয়দ তোফায়েল আহম্মেদ সুজন, পৌর শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উজ্জল, কোষাধ্যক্ষ শ্রী অনীল রায়, প্রচার সম্পাদক মাসুদ মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিপুল ঘোষ প্রমুখ।
সূত্র:কালের কন্ঠ